Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবাকুঞ্জ

ভূমি অফিসে ‘সেবাকুঞ্জ’ নামে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের জন্য তথ্যসেবা দেয়াই মূলত সেবাকুঞ্জের কাজ। ভূমি অফিসে সাধারণ মানুষ বিভিন্ন ধরণের সেবা পেতে আসেন কিন্তু কোন বিষয়ে কার সাথে কিংবা কিভাবে যোগাযোগ করতে হবে, সে ব্যপারে সবাই ওয়াকিবহাল থাকেন না। ফলে নানা রকম হয়রানির শিকার হতে হয় তাদের। আর এই সুযোগে কিছু অসাধু চক্র সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে এবং বিভিন্নভাবে প্রতারিত করে। এ সমস্যা দূর করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান ‘সেবাকুঞ্জ’ নামে দক্ষিণ নান্দাইল উপজেলা ভূমি অফিসে একটি নতুন সেবা ব্যবস্থার সূচনা করেছেন। অফিসে প্রবেশের মূল ফটকের পাশেই এই সেবাকুঞ্জটি স্থাপন করা হয়েছে। অফিস চলাকালে সার্বক্ষণিকভাবেই একজন সহকারী সেখানে দায়িত্ব পালন করেন। আগত সেবা প্রত্যাশী ও দর্শনার্থীদের চাহিদা অনুসারে তথ্য সরবরাহ এবং প্রয়োজনে বিভিন্ন ফরম ও সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে পূরণে সাহায্য করা হয়।