কৃত্রিম প্রজনন কি? গাভী গরম হলে বা ডাকে আসলে ষাঁড় ছাড়া কৃত্রিম ভাবে গাভীর জরায়ুতে উন্নত জাতের ষাঁড়ের বীজ দেওয়াইকৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজননের সুবিধা ঃ উন্নত জাতের ষাঁড়ের বীজ দিয়ে পাল দিয়ে দ্রæত জাত উন্নয়ন করা যায়। সঠিক সময়ে গাভীকে পাল দেয়া যায়। পাল দেওয়ার জন্য বাড়ীতে ষাঁড় রাখার দরকার হয় না বা অন্যের ষাঁড়ের কাছে গাভী নিয়ে যাওয়ার ঝামেলা থাকেনা। উন্নত বীজ থেকে উন্নত দো-আঁশলা বাছুর পাওয়া যায়। বাছুর বকনা হলে দেশী বকনার আগে বয়ঃপ্রাপ্ত হয় এবং তা থেকে ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত দুধ পাওয়া যায় এবং ষাঁড় বাছুর অল্প সময়ে আকারে বড় হয়, ওজন বৃদ্ধি পায় এবং মাংস বেশী পাওয়া যায়। গাভী যৌন রোগে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকেনা।মো: লুতফুর রহমান কৃত্রিম প্রজনন খারুয়া ইউনিয়ন পরিষদ
উপজেলাঃ নান্দাইল, জেলাঃ ময়মনসিংহ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস